পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার দুবলিয়া বাজার থেকে নিখোঁজ হয়েছে এক জেএসসি পরীক্ষার্থী। তার নাম আশিক মাহমুদ অনি বাবু (১৪)। সে দুবলিয়া গ্রামের মো. রবিউল ইসলাম প্রামানিকের মেজ ছেলে।
আতাইকুলা থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার পরিবার থেকে ২৭শে নভেম্বর থানায় একটি সাধারন ডায়রী করেছে। আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি। বিবরণে জানা গেছে, ২৬শে নভেম্বর দুবলিয়া বাজার থেকে সন্ধ্যায় অনি বাবু তার বাবার টিনের দোকানে দেখতে গেলে তার তাকে বাড়ি যেতে বলে। সে দোকান থেকে বেরিয়ে আর বাড়িতে ফেরে নাই। অনেক খোজাখুঁজির পরেও তাকে পাওয়া যাচ্ছে না।
খবর২৪ঘণ্টা.কম/জন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।