রোববার (১৫ নভেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাছেম ওই এলাকার ময়েজ মীরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাছেম মীরের সাথে জমিজমা নিয়ে একই এলাকার তোজাম্মেল হোসেনের সাথে বিরোধ ছিল। রোববার বিকেলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত হয় মাছেম মীর। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দশটার দিকে তার মৃত্যু হয়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, নিহতের ভাই হাশেম মীর বাদী হয়ে ১১ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামী ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
জে এন