
পাবনা প্রতিনিধি: চালকের অবহেলায় পাবনায় প্রাণ গেলো রুহুল মোল্লা (৫৫) নামে যাত্রীর। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো তিনজন। বুধবার দুপুরে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের জামতলা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রুহুল মোল্লা সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের খয়রান গ্রামের মৃত ইনতাজ মোল্লার ছেলে। আহতরা হলেন- একই উপজেলার খয়রান গ্রামের ওসমান আলীর ছেলে নিফাজ আলী, উলাট গ্রামের তোফাজ্জল হোসেন তোফাই। আহত সিএনজি চালক দূর্ঘটনার পর পালিয়ে যাওয়ায় তার নাম পরিচয় জানা যায়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুজানগর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা পাবনায় যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের জামতলা বাজার এলাকায় রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে অটোরিকশা ধাক্কা লেগে দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রুহুল মোল্লার মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যাত্রীরা জানিয়েছেন, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার জন্য চালকের অবহেলা দায়ী। দূর্ঘটনার সময় আহত অটোরিকশা চালক পালিয়ে গেছে বলে দাবি করেন তারা।
খবর ২৪ঘণ্টা/ নই