পাবনা প্রতিনিধি: পাবনায় সাঁথিয়া উপজেলার আতাইকুলায় মোমিন হোসেন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মোমিন উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের আলোকদিয়ার গ্রামের মৃত জানু প্রামানিকের ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন আতাইকুলার হাইংলার বিলে শাহাদত হোসেনের জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গৌতম কুমার আরো জানান, কে বা কারা কখন কি কারনে তাকে হত্যা করেছে জানা যায়নি। তবে রাতের কোন সময় মোমিনকে শ্বাসরোধে হত্যার পর মাঠের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, মোমিন চরমপন্থি দলের সক্রিয় সদস্য ছিলো। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গত সোমবার এলাকায় আসে। ধারণা করা হচ্ছে, চরমপিন্থ দলের কোন্দলে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।