1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পাবনায় কলেজছাত্রী ধর্ষন মামলায় দুই যুবকের যাবজ্জীবন। - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

পাবনায় কলেজছাত্রী ধর্ষন মামলায় দুই যুবকের যাবজ্জীবন।

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮

রাজশাহী (পাবনা) প্রতিনিধি ঃ

পাবনার সাঁথিয়ার কলেজছাত্রী পাপড়ী বিশ্বাস ধর্ষণ মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। রোববার সকাল ১১টার দিকে পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এই আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন, সাঁথিয়া উপজেলার পুন্ডরিয়া গ্রামের আবু প্রামানিকের ছেলে ফরিদুল ইসলাম (২৭) ও আলম ব্যাপারীর ছেলে হাফিজুল ইসলাম (২৩)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৩ মার্চ সন্ধ্যায় জেলার সাঁথিয়া উপজেলার পুন্ডরিয়া গ্রামে কলেজছাত্রী পাপড়ীকে বাড়ীর পার্শ্ববর্তী এলাকায় একা পেয়ে ফরিদুল ও হাফিজুল ধর্ষণ করে। এ ঘটনায় পাপড়ী বিশ্বাস বাদী হয়ে ওই দুইজনকে আসামী করে পরদিন সাঁথিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৬ দিন পর ১৯ মার্চ পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ওই বছরের ২৫ জুলাই অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করেন।

দীর্ঘ শুনানী ও ১৪ জনের স্বাক্ষ্য প্রমান শেষে পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম রোববার দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং উভয়কে ১ লাখ টাকা করে জরিমানার নির্দেশ দেন। রায় ঘোষনার সময় আসামীরা এজলাসে উপস্থিত ছিলো। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন এবং আসামীপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু।

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST