1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পাবনায় ওসাকা’র আয়োজনে ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

পাবনায় ওসাকা’র আয়োজনে ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৬ মে, ২০১৮
khobor24ghonta.com

পাবনা প্রতিনিধিঃ ‘‘ক্ষুদ্র তৈরী পোশাক শিল্পের উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের সৃষ্টি’’ শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা রোববার সকাল দশটায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা পিকেএসএফ এর সহযোগিতায় ও ওসাকা’র বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ওসাকা’র চেয়ারম্যান আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাব সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পাবনা বিসিক শিল্পনগরীর উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী জে এন পাল, জেলা হোসিয়ারী ম্যানুফ্যাকচারিং সমিতির সভাপতি মনির হোসেন পপি।

ওসাকা’র নির্বাহী পরিচালক কবি গবেষক মজিদ মাহমুদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন, ওসাকা’র উপ-পরিচালক মাজহারুল ইসলাম। প্রকল্প পরিচিতি উপস্থাপন করেন ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মধুসুদন মিহির চক্রবর্তী।

সভায় বক্তারা বলেন, পাবনাকে একটি গার্মেন্টস নগরী বা শিল্প নগরী হিসেবে গড়ে তুলতে সবার আন্তরিক প্রচেষ্টা নিয়ে এগিয়ে আসতে হবে। এজন্য পাবনার হোসিয়ারি ও গার্মেন্টস শিল্পের সাথে জড়িত উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানানো হয়। একইসাথে শিল্পের সাথে জড়িত মালিক-শ্রমিকদের একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার ওপর গুরুত্ব দেন বক্তারা। অনুষ্ঠানে পাবনা ও নাটোরের গার্মেন্টস ও হোসিয়ারি শিল্পের সাথে জড়িত মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: ১৯৯৪ সালে ঈশ্বরদী উপজেলা প্রত্যন্ত চর গড়গড়ি গ্রাম থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকা’র যাত্রা শুরু করেন কবি গবেষক মজিদ মাহমুদ। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৩২৩ জন কর্মী কাজ করছেন। কর্ম এলাকা হলো পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলা এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলা। ৩ বছর মেয়াদী ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে পৌনে ৪ কোটি টাকা।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST