পাবনা ব্যুরো: পাবনায় হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী ও শীর্ষ সন্ত্রাসী হুজুর আলমগীর (৩০) কে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে শহরের ছোট শালগাড়ীয়ার নিজ বাড়ী থেকে গ্রেপ্তারকৃত হুজুর আলমগীর ছোট শালগাড়ীয়া মহল্লার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
মঙ্গলবার দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে এই শীর্ষ সন্ত্রাসী পালিয়ে বেড়াচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সোমবার রাতে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি শার্টারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসি জানান, হত্যাসহ ১৩টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তাকে মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। এদিকে, ছোট শালগাড়ীয়া এলাকাবাসীরা জানায় হুজুর আলমগীর সরকারী দলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি এসেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ