পাবনা ব্যুরো: অতিরিক্ত মদ্যপানের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
মৃত রাশিয়ান নাগরিকের নাম আহুন গিয়ানভ নোফেন (৫৬)। তিনি রাশিয়ান এএমটি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি প্রকল্প এলাকার নিকটে নতুনহাটে নিলুফা মহলে একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করতেন।
পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান জানান, বৃহস্পতিবার ভোর রাত ৩টা ২০ মিনিটের দিকে আহুন গিয়ানভ নোফেন কে অতিরিক্ত মদ্যপান অবস্থায় পেটে ব্যাথা নিয়ে ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসার জন্য তাকে আনা হয়।
এ সময় কর্মরত চিকিৎসক ওষুধ দিলে তিনি কিছুটা সুস্থ্যতা বোধ করেন এবং বাসায় ফিরে যান। বৃহসস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে প্রকল্পে কর্মরত চিকিৎসকের পরামর্শে আবারো তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ডা. আসমা খান আরো জানান, হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যেই কার্ডিয়াক অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে প্রকল্পে কর্মরত চিকিৎসক ডা: ফকরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে তার বুকে ব্যাথার খবর পেয়ে তিনি সেখানে যান। তার শারীরিক অবস্থার অবনতি দেখে তিনি তাকে দ্রুত ঈশ্বরদী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ডা: ফকরুল আরো জানান, আহুন গিয়ানভ নোফেন হার্টের রোগী ছিলেন এবং তার হার্টে রিং পড়ানো ছিল বলে তার সহকর্মীদের নিকট থেকে তিনি জানতে পেরেছেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজিম উদ্দিন জানান, আমি যতটুকু জেনেছি, রুপপুর পারমানবিক প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। যে কারণে তার ময়না তদন্ত হবে না।
খবর২৪ঘণ্টা.কম/রখ