পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চর জোরপুকুরিয়া গ্রামে ১৫ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত ধর্ষণকারী হেলাল উদ্দিন (২২) কে আটক করেছে পুলিশ।
আটক যুবক হেলাল উপজেলার দুলাই ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর পিতা সুজানগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানা যায়, গত ৫ মে শনিবার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে নিজ ঘরে তালাবদ্ধ করে মেয়েটির পিতা মাঠে কাজ করতে বের হয়। আর তার স্ত্রী ছোট মেয়েকে সাথে নিয়ে চিনাখড়া বাজারে ঔষধ কিনতে যায়।
কেউ বাড়িতে না থাকার সুযোগে ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে হেলাল। পরে ঘর থেকে বের হয়ে দ্রুত পালানোর সময় বাড়ির পাশর্বর্তী লোকজন দেখে ফেলে তাকে আটকের চেষ্টা করলে হেলাল দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন জানান, এ ঘটনার পরপরই সংবাদ পেয়ে ধর্ষণকারীকে আটকের জন্য মাঠে নামে পুলিশ। তারই ধারাবাহিকতায় রবিবার ধর্ষণকারী হেলালকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের কাছে প্রথমিক জিজ্ঞাসাবাদে হেলাল উদ্দিন বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ