পাবনা ব্যুরো: পাবনা সদর উপজেলার শ্রীপুর বাজারে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। এসময় সন্ত্রাসীদের হামলায় আওয়ামী লীগ নেতাসহ ৫জন ব্যবসায়ী আহত হয়েছেন। আহতদের কে পাবনা সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ভাড়ারা ইউনিয়ন (১,২,৩ নং ওয়ার্ড) ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. হৃদয় হোসেন জানান, ঢাকা কেরানীগঞ্জ পল্লী বিদ্যুৎ-২ এর পরিদর্শক আশিকুর রহমান টিটু ও সন্ত্রাসী শামসুল হকের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা শ্রীপুর বাজারে বোমা ফাটিয়ে, গুলি করে আতংক সৃষ্টি করে এবং পূর্ব পরিকল্পিতভাবে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এসময় তাদের বাঁধা দিলে তারা ব্যবসায়ীদের বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
এ সময় সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী ভাড়ারা ইউনিয়ন (১,২,৩ নং ওয়ার্ড) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাড়ারা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শফিকুল ইসলাম শফিসহ ৫জন আহত হয়েছে। আহত অন্যরা হলো সার ব্যবসায়ী কালু শেখ (৪৬), জাহিদ শেখ (২২), ফার্নিচার ব্যবসায়ী শাহিন শেখ (৩৫), সার-বিষ ব্যবসায়ী হাশেম আলী (২৩)। আহতদের কে পাবনা সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। সংবাদ লেখার সময় পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ