পাবনা প্রতিনিধি: পাবনা মধ্য শহরে ভাড়া বাসায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাসহ একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
মামলার বাদি নিহত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বারের ভাই আব্দুল কাদের। অজ্ঞাতনামাদের আসামী করে পাবনা সদর থানায় শুক্রবার রাতে হত্যা মামলাটি দায়ের করা হয়। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পাবনা পৌর সদরের দিলালপুর মহল্লার দোতলা বাসার নিচতলা ভাড়া নিয়ে আড়াই বছর ধরে স্ত্রী-কন্যাসন্তান নিয়ে বসবাস করতেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার। গত তিনদিন ধরে এই বাসা থেকে কেউ বাইরে বের না হওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। এছাড়া দূর্গন্ধ বের হয়। শুক্রবার দুপুরে বাসার খোলা জানালা দিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পুরে পুলিশ গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে হত্যার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে। তদন্তের স্বার্থে এই মুহুর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না।
জেএন