পাবনা প্রতিনিধি : পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী রক্ষায় বুধবার সকাল দশটায় পাবনায় জনসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে একটি র্যালী পাবনা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনা এই কর্মসূচীর আয়োজন করে।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নদী রক্ষা কমিশন এর চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশন এর সার্বক্ষণিক সদস্য মোঃ আলাউদ্দিন। সভায় বক্তারা ইছামতির দখলদারদের উচ্ছেদ করা সহ নদী সচল করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমিরুল হক ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) প্রকৌশলী আহম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী কে এম জহরুল হক, সহকারী পরিচালক মোশারফ হোসেন, প্রেসক্লাবের সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন সহ সকল উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় নদী রক্ষা কমিশন এর চেয়ারম্যান ইছামতি নদীর বিভিন্ন পয়েন্ট পরিদর্শণ করেন।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।