পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হাফিজুর রহমান তিতাস নামে এক ডাকাত নিহত হয়েছে। তিতাস ঈশ্বরদী বাঁশেরবাদা গ্রামের আব্দুল আজিজ মোল্লার ছেলে। পুলিশের দাবি তিতাস তালিকাভুক্ত ডাকাত ও সন্ত্রাসী।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দীন ফারুকী জানান, সোমবার দিবাগত রাত তিনটার দিকে সাঁড়া ইউনিয়নের একটি আখখেতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুঁড়তে শুরু করলে,আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়।
বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাতরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিতাসকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, বন্দুক যুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। তিতাসের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় ডাকতি, রাহাজানিসহ ১৬ টি মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন