পাবনা প্রতিনিধি: পাবনার আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু ওবায়েদকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে। পাবনা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
রবিবার দুপুরে পাবনা পুলিশ লাইনস মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) শামীমা আক্তারসহ সব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সকল সহকারি পুলিশ সুপারগণ, সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় পাবনার ঢালারচরে ৩ পুলিশ হত্যা মামলার প্রধান আসামী ও শীর্ষ সন্ত্রাসী চরমপন্থি নেতা নিজাম ডাকাত আমিনপুর থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং চরমপন্থি-সন্ত্রাস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় আমিনপুর থানার ওসি আবু ওবায়েদকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। ওসি আবু ওবায়েদের হাতে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার জিহাদুল কবির। উল্লেখ্য, প্রতি মাসে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রতি মাসে ভাল কাজ দেখানো একজন ওসিকে সেরা ওসি হিসেবে পুরস্কার দেয়া হয়।
খবর ২৪ঘণ্টা/ নই