পাবনা ব্যুরো: পাবনার ঈশ্বরদীতে শুক্রবার অভিযান চালিয়ে ৭৩৫ পিচ ফেন্সিডিল ও একটি মাইক্রোবাসসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল দশটার দিকে জেলার ঈশ্বরদী উপজেলার সাহাপুর স্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাসী শুরু করে র্যাব সদস্যরা।
এ সময় ঢাকা মেট্রো-চ-১১-৯০৫০ নাম্বারের একটি মাইক্রোবাসের গতিরোধ করলে মাইক্রোবাসে থাকা আসামীরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে র্যাব তাদেরকে আটক করে। এ সময় মাইক্রোবাসের ভিতরে সিলিন্ডারের মধ্যে থেকে অভিনব কায়দায় পরিবহন করা ৭৩৫ পিচ ফেন্ডিডিল উদ্ধার করা হয়। জব্দ করা মাইক্রোবাসটিও।
আটককৃতরা হলো, কুমিল্লার দৌলতপুর উপজেলার ধর্মদাহ গ্রামের একরামুল হক (২৫), একই জেলার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের ইয়াছিন মোল্লা (১৮), মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ায়ানী গ্রামের মোহাম্মদ আলী (৪০) ও পাবনা সদর উপজেলার তিনগাছা গ্রামের সাগর ভাষা (২৯)।
এ বিষয়ে তাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই