1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পাবনায় ভাঙচুর ও নাশকতা মামলায় গ্রেপ্তার ১৯১ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

পাবনায় ভাঙচুর ও নাশকতা মামলায় গ্রেপ্তার ১৯১

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুলা, ২০২৪

চলমান বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে ভাঙচুর ও নাশকতার মামলায় পাবনার অধিকাংশ বিএনপি-জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের ভয়ে বর্তমানে ঘরছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পাবনায় বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের অর্থ দিয়ে আন্দোলন বেগবান করার অভিযোগে রাজিবুল হাসান রাজিবসহ (৩৮) মোট ১৯১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ, ডিবি পুলিশ ও র‌্যাব সদস্যরা।

জেলা বিএনপির এক নেতা বলেন, ‘এই সরকারের পেটুয়া বাহিনী অন্যায়ভাবে নিরীহ নেতাকর্মীদের গ্রেপ্তার করে জেলে ভরছে। পুলিশের হাতে আটক হলেই তার নামে ঝুলছে নাশকতার মামলা। এজন্য তাদের অধিকাংশ নেতাকর্মীরা গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের নামে বিভিন্ন ধরনের ভাঙচুর, যানবাহনে হামলা, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর আঘাত করায় পাবনায় মোট ১৪টি মামলা হয়েছে। এসব মামলা ও সিসিটিভি ফুটেজ দেখে বিএনপি-জামায়াতের নাশকতাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। এখন পর্যন্ত পাবনায় মোট ১৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে আন্দোলনে অর্থের যোগানদাতা ঠিকাদার রাজিবুল হাসান রাজিবসহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর ও জামায়াত নেতা দৌলত মেম্বারসহ ১৯১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST