পাবনার ঈশ্বরদীতে বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে রাফাত হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ও মা।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার দিয়ার বাঘাইলস্থ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফাত উপজেলার পাকশী বাঘাইল উত্তরপাড়া এলাকার বাচ্চু প্রামাণিকের ছেলে ও বাঘাইল ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্বজনরা জানায়, শুক্রবার বিকেলে রাফাত তার বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলযোগে নিকটাত্মীয়দের বাসায় যাওয়ার উদ্দেশে বের হয়। তাদের মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছলে একই দিক থেকে বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী দেশ ট্রাভেলস বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাফাত ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
নিহত রাফাতের বাবা ও মাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
রাফাতের মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরণ করেন।
পাকশী হাইওয়ে থানার ওসি আশীষ কুমার সান্যাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। চালক বাস নিয়ে পালিয়ে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএ/