পাবনা ব্যুরো: মাছ ধরাকে কেন্দ্র করে পাবনা সদর উপজেলার নওদাপাড়া গ্রামে চাচা লকাই ঘোষের মারপিটে প্রাণ গেল ভাতিজা শাকিব হোসেন (১৭) এর। রোববার (২৯ মার্চ) দুপুরে শাকিবকে মারধর করার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে তার মৃত্যু হয়।
মৃত শাকিব উপজেলার মালিগাছা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাইদার ঘোষের ছেলে। সে পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয়বর্ষের ছাত্র ছিল।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) রওশন আলম জানান, রোববার দুপুর দু’টার দিকে বাড়ির পাশে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচা লকাই ঘোষের সাথে তার ভাতিজা শাকিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা লকাই ঘোষ ভাতিজা শাকিবকে চর থাপ্পড় মেরে ধাক্কা দেয়। এ সময় গাছের গুড়ির সাথে শাকিবের মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে যায়। গুরুতর আহত হলে স্বজনরা তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে শাকিব মারা যায়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরী ও মামলার প্রস্তুতি চলছে।
খবর২৪ঘন্টা/নই