খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (০৫ আগস্ট) দুপুরে বাড়ির পাশে ডোবার পানির মধ্যে পৃথক স্থান থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে পানিতে ডুবে আবু বকর (০৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের জহুর আলী মুন্সীর ছেলে।
অপরদিকে, উপজেলার আজিমনগর ইউনিয়নের পাথরাইল গ্রামে সাকিব (১২) নামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। সে ওই গ্রামের ফিরোজ ফকিরের ছেলে।
আবু বকরের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শিশুটি দুপুরের খাবার খেয়ে বাড়ির উঠানে সহপাঠীদের সঙ্গে খেলতে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পাশে ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পায়। শিশুটিকে উদ্ধার করে মালীগ্রাম বাজারে কমিউনিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাকিবের পরিবার জানায়, সাকিবের বাবা একটি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে ঢাকায় বসবাস করেন। ঈদে তারা সপরিবারে গ্রামে বেড়াতে আসেন। দুপুরে সাকিব সবার অজান্তে ডোবার পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
খবর২৪ঘন্টা/নই