1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পাঠানকোটে সেনা পোশাকে দুষ্কৃতীদের গাড়ি হাইজ্যাক - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

পাঠানকোটে সেনা পোশাকে দুষ্কৃতীদের গাড়ি হাইজ্যাক

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: সেনা পোশাকে বন্দুক উঁচিয়ে গাড়ি হাইজ্যাক করে পালাল দুই সন্দেহভাজন জঙ্গি৷ এই ঘটনার পরই পাঠানকোটে জারি করা হয়েছে হাই অ্যালার্ট৷ দুই সশস্ত্র বন্দুকবাজের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি৷ এই ঘটনার পরই ফিরে এসেছে ২০১৬ সালে পাঠানকোটে ভারতীয় বায়ু সেনা ঘাঁটিতে হামলার ভয়াবহ স্মৃতি৷

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, স্থানীয় বাসিন্দারা পাঠানকোটে বায়ু সেনার ঘাঁটির কাছে দুই বন্দুকবাজকে গাড়ি হাইজ্যাক করে পালাতে দেখেন৷ ওই দুই বন্দুকবাজ ভারতীয় সেনার পোশাক পড়ে ছিল বলে দাবি করেন স্থানীয়রা৷ এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, ‘‘বুধবার রাতে সেনা পোশাকে দুইজনকে হাতে বন্দুক নিয়ে একটি মারুতি সুজুকি গাড়ি থামাতে দেখি৷’’ খবর পেয়েই তড়িঘড়ি হাইজ্যাক হওয়া গাড়িটির খোঁজ শুরু করে পুলিশ৷

পরে অবশ্য মাঝরাস্তায় গাড়িটিকে খুঁজে পাওয়া যায়৷ গাড়ির মালিক স্থানীয় থানায় গাড়ি চুরির অভিযোগ করেন৷ এরপরই রাস্তার মধ্যে গাড়িটিকে খুঁজে পান তদন্তকারীরা৷ যারা গাড়িটি হাইজ্যাক করে নিয়ে পালায় তাদের অবশ্য এখনও ধরা যায়নি৷ বায়ু সেনা ঘাঁটির আশেপাশের জায়গায় ওই দুই বন্দুকবাজের খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে৷

এর আগে ২০১৬ সালে ২ জানুয়ারি পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় সাত জওয়ান শহিদ হন৷ পাঠানকোট ঘটনার পুনরাবৃত্তি হয় উরি সেনা ছাউনিতে৷ এই দুই ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকে৷

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST