খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: আগের দুই ম্যাচে গেইলের ব্যাটে ভর করে সহজ জয় পেয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। শনিবার নিজেদের জয়ের ধারা বজায় রাখতে ক্রিস গেইলের ব্যাটের দিকেই তাকিয়ে থাকতে হবে পাঞ্জাবকে। টসে হেরে পাঞ্জাবের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ১৯১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাবের এই ম্যাচ জিততে হলে ইডেন গার্ডেনে দরকার আরেকটি গেইল ঝড়।
ঘরের মাঠে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যান সুনিল নারিন। তবে অপরপ্রান্তে দলের দায়িত্ব নেন ক্রিস লিন। সাথে রবিন উথাপ্পা এবং অধিনায়ক দীনেশ কার্তিক যোগ্য সঙ্গ দিলে নির্ধারিত বিশ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান করে কলকাতা।
দ্বিতীয় উইকেটে মাত্র ৪০ বলে ৭২ রান যোগ করেন লিন এবং উথাপ্পা। চতুর্থ উইকেটে অধিনায়কের সাথে ৩৪ বলে ৬২ রানের জুটি গড়েন লিন। মাত্র ৪১ বলে ৬টি চার এবং ৪টি ছক্কার মারে ৭৪ রান করে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ান এই ওপেনার। উথাপ্পা ৩৪ এবং কার্তিক করেন ৪৩ রান। পাঞ্জাবের পক্ষে বারিন্দার স্রান এবং অ্যান্ড্রু টাই, একটি করে উইকেট নেন মুজিবুর রহমান এবং রবিচন্দ্রন অশ্বিন।
খবর২৪ঘণ্টা.কম/নজ