1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পাচারের টাকা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

পাচারের টাকা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২

বিদেশে রাখা অপ্রদর্শিত টাকা মাত্র ৭ শতাংশ কর দিয়ে ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে দেশে আনা যাবে। অর্থাৎ দেশের বাইরে থেকে ১০০ টাকা নগদ আনলে সরকারকে ৭ টাকা কর দিলে তা বৈধ হবে এবং আয়কর রিটার্নে প্রদর্শন করা যাবে। এ টাকা নিয়ে আর কোনো প্রশ্ন তোলা যাবে না।

সোমবার (৮ আগস্ট) এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ। নির্দেশনাটি দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বাংলাদেশের বাইরে যেকোনো রূপে গচ্ছিত অপ্রদর্শিত অর্থ চলতি বছরের (২০২২ সাল) ১ জুলাই থেকে আগামী বছরের (২০২৩ সাল) ৩০ জুন পর্যন্ত ৭ শতাংশ কর দিয়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধভাবে দেশে এনে আয়কর রিটার্নে প্রদর্শন করা যাবে।

অর্থ আইন, ২০২২ এর মাধ্যমে ‘আয়কর অধ্যাদেশ, ১৯৮৪’ এর ধারা-১৯ এফ অনুযায়ী এ টাকা বৈধভাবে দেশে আনা যাবে।

গত ১৮ জুলাই এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

অফশোর ট্যাক্স অ্যামনেস্টি বিধান সংক্রান্ত বর্ণিত বিষয়টি শাখা পর্যায়ে বিজ্ঞপ্তি আকারে প্রদর্শনসহ গ্রাহকদের মাঝে বহুল প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত, চলতি অর্থবছরের বাজেটে বিদেশে পাচার হওয়া টাকা বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এবারই প্রথম সুনির্দিষ্ট নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST