1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পাকিস্তান ও নিউজিল্যান্ডের সিরিজ শুরু। - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

পাকিস্তান ও নিউজিল্যান্ডের সিরিজ শুরু।

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘন্টা স্পোটর্স ডেস্কঃ

আজ থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় উভয় দলই। আবু ধাবিতে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে প্রথম টি-২০টি।

সদ্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষ করেছে পাকিস্তান। ৩-০ ব্যবধানে সিরিজটি জিতেছে সরফরাজের দল। অসিদের হোয়াইটওয়াশ করে মানসিকভাবে বেশ আত্মবিশ্বাসী ও চাঙ্গা পাকিস্তান। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে একই ধরনের ফল করতে চায় টি-২০ র্যাংকিং-এর এক নম্বর দলটি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা দল নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সফরাজের নেতৃত্বে ছোট ফরম্যাটে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে দলটি। টি-২০ ফরম্যাটে সরফরাজের নেতৃত্বে ৩০ ম্যাচে ২৬টি জয় পেয়েছে পাকিস্তান।

এদিকে, দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফরম্যাটে খেলতে নামছে নিউজিল্যান্ড। চলতি বছরের মার্চে সর্বশেষ টেস্ট এবং ফেব্রুয়ারিতে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলে কিউইরা। তারপরও পাকিস্তানের বিপক্ষে ভালো পারফরমেন্স করার ব্যাপারে আশাবাদি নিউজিল্যান্ড।

তবে চিন্তার ভাজ রয়েছে নিউজিল্যান্ডের কপালে। কারনে পিতৃত্বকালীন ছুটিতে থাকায় এই সিরিজে খেলছেন না বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট। হাঁটুর ইনজুরিতে ভুগছেন স্পিনার মিচেল স্যান্টনার। তাই বোলিং বিভাগের মূল দায়িত্ব নিতে হচ্ছে টিম সাউদি, ইশ সোধি ও নতুন মুখ আজাজ প্যাটেলের। হঠাৎ করেই পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে ডাক পান প্যাটেল। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছেন নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে খেলা প্যাটেল।

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST