খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি এলাকায় মঙ্গলবার রাস্তায় পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে আট শিয়া অনুসারি নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু রয়েছেন। এটি হচ্ছে শিয়া মুসলিমদের লক্ষ্য করে চালানো সর্বশেষ হামলার ঘটনা। খবর এএফপি’র।
খবরে বলা হয়, একটি ভ্যানগাড়িতে করে যাওয়ার সময় কুররাম জেলার শিয়া অধ্যুষিত মাকবাল এলাকায় এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভ্যানটিতে নয়জন যাত্রী ছিলেন।
স্থানীয় সরকারের সিনিয়র কর্মকর্তা বাসির কান ওয়াজির এএফপি’কে বলেন, বিস্ফোরণে নিহত আট যাত্রীর মধ্যে তিনজন নারী ও সাত বছর বয়সী এক বালক রয়েছে।
তিনি আরও জানান, কর্মকর্তারা বিস্ফোরণে ক্ষতবিক্ষত লাশগুলোর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে যাত্রীরা সকলেই শিয়া মুসলিম অনুসারি।
স্থানীয় এক গোয়েন্দা কর্মকর্তা এ বোমা বিস্ফোরণ ও হতাহতের খবর নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ