খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর পাকিস্তানে ফিরলেন মালালা ইউসুফজাই। পাক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন তিনি।
বুধবার রাতে পাকিস্তানের স্থানীয় টেলিভিশনের প্রতিবেদনে, ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের সাথে মালালাকে দেখা গেছে।
এএফপির সংবাদ সংস্থাকে দেশটির সরকারের এক কর্মকর্তা জানান, মালালার আগমনকে স্পর্শকাতর হিসেবে মনে করে এ সফরের বিস্তারিত গোপন রাখা হয়েছে।
বর্তমানে ২০ বছর বয়সী মালালা বিশ্বে অন্যতম নারী মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত। ২০১৪ সালে মেয়েদের শিক্ষা বিস্তারে সাহস ও অবদানের জন্য শান্তিতে নোবেল পুরস্কার পান। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকা অঞ্চলে শিক্ষা এবং নারী অধিকারের ওপর আন্দোলনের জন্য পরিচিত মালালা। এখানে মেয়েদের বিদ্যালয় শিক্ষালাভের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল তালিবান।
২০১২ সালের ৯ অক্টোবর, স্কুল বাসে একজন বন্দুকধারী তাকে চিহ্নিত করে তিনটি গুলি করে। পরবর্তী বেশ কয়েকদিন তিনি অচৈতন্য ছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের বার্মিংহ্যাম শহরের কুইন এলিজাবেথ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে পিতামাতার সাথে বাস করছেন এখন।
খবর২৪ঘণ্টা.কম/রখ