বিনোদন,ডেস্ক: ফের ভারতীয় সিনেমাকে ধাক্কা দেওয়ার প্রচেষ্টায় পাকিস্তানে নিষিদ্ধ হল ঋষি কাপুর এবং তাপসী পান্নুর ছবি মুলক৷ কোর্টরুম ড্রামা নিয়ে তৈরি অনুভব সিনহার ছবির মুক্তি পাওয়ার কথা ৩ অগস্ট৷ কেন পাক সেনসর বোর্ড এই ছবিকে আটকে দিল তার কারণ স্পষ্ট নয়৷ ছবির নির্মাতারা একটি বিবৃতি দিয়ে জানান, পাক সেনসর বোর্ডকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বলবেন৷
একটি মুসলিম পরিবারকে কেন্দ্র করেই গল্প এগোয় মুলক ছবির৷ এখানে ডিফেন্স লইয়ার-এর ভূমিকায় রয়েছেন তাপসী৷ এক সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে অনুভব সিনহা বলেন, এটি কোনওভাবেই রাজনীতিকে কেন্দ্র করে তৈরি নয়৷ প্রত্যেকের ছবি এটি, যাতে সামাজিক বার্তাও উঠে আসবে বলে মত তাঁর৷
তবে পাকিস্তানে বলিউডি ছবির ওপর নিষেধাজ্ঞা এই প্রথম নয়৷ এর আগেও ডায়লগস এবং দৃশ্যের জন্য ভীরে দি ওয়েডিং আটকে দেওয়া হয়েছিল৷ স্টোরিলাইনের জন্য আটকে দেওয়া হয় প্যাডম্যান ছবিটিও৷ রাজি, রইস, পরী, নীরজা, রাঞ্ঝনা এমনই সব ছবি যা পাকিস্তানে নিষেধাজ্ঞার শিকার হয়েছিল৷
খবর২৪ঘণ্টা.কম/জেএন