1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পাকিস্তানে দেশজুড়ে সহিংস বিক্ষোভ-পেশোয়ারে নিহত ৪ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন

পাকিস্তানে দেশজুড়ে সহিংস বিক্ষোভ-পেশোয়ারে নিহত ৪

  • প্রকাশের সময় : বুধবার, ১০ মে, ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের গ্রেপ্তারের পর দেশজুড়ে সহিংস বিক্ষোভের মধ্যে পেশোয়ারে প্রাণ গেছে অন্তত চারজনের।

বুধবার লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ অসিম ডনকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৮৪ জনেরও বেশি আহত লোককে হাসপাতালে আনা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

খাইবার টিচিং হাসপাতালের মুখপাত্র জানান, বুধবার আহত সাতজনকে হাসপাতালে আনা হয়েছে।

খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব, বেলুচিস্তান ও ইসলামাবাদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনা মোতায়েন করা হয়েছে।

বিভিন্ন শহরে ১৪৪ ধারা জারি হয়েছে। এক বিবৃতিতে পাঞ্জাব পুলিশ বলছে, আইন ভঙ্গ করার দায়ে প্রদেশজুড়ে ৯৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩০ জন কর্মকর্তা ও কর্মী সহিংসতায় আহত হয়েছেন।

দ্বিতীয় দিনের মতো মোবাইল ডাটা সার্ভিস বন্ধ রয়েছে। টুইটার, ইউটিউব ও ফেসবুক ব্যবহারে বিঘ্ন ঘটছে।

সরকার বলছে, পিটিআই সমর্থকরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ভবনে হামলা চালিয়েছে এবং ব্যক্তিগত ও সরকারি গাড়িতে ভাঙচুর করেছে।

আগের দিন মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান গ্রেপ্তার হন। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বুধবার আদালত তার রিমান্ড মঞ্জুর করে তাকে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর হেফাজতে দিয়েছে।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST