খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি চলন্ত ট্রেনের তিনটি বগিতে আগুন লেগে ৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন। পাঞ্জাবের রহিম ইয়ার খান শহরের লিয়াকতপুরে তেজগাম এক্সপ্রেসে আজ বৃহস্পতিবার সকালে সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ আহমেদ জানান, কয়েকজন ট্রেনযাত্রী সকালের নাশতা তৈরি করছিলেন। এ সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। রেডিও পাকিস্তান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
আহতদের নিকটবর্তী একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নেভানোর জন্য দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। জানা গেছে, করাচি থেকে তেজগাম ট্রেনটি রাওয়ালপিন্ডি যাচ্ছিল।
এদিকে ট্রেনে আগুন লেগে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
এ ছাড়া তিনি আহতদের জন্য দ্রুত ও সর্বোৎকৃষ্ট চিকিৎসাসেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
খবর ২৪ঘণ্টা/ জেএন