আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের লাহোরে একটি পারফিউম কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর ডন নিউজের।
নিহতদের মধ্যে শ্রমিকরাসহ ওই কারখানার ৪৫ বছর বয়সী মালিকও রয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে কারখানাটি। আশপাশের স্থান বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। অনেকেই প্রথমে বিষয়টিকে ভূমিকম্প ভাবেন। কেউ বা জঙ্গি হামলাও মনে করেন। বিস্ফোরণে তীব্রতা এতোটাই বেশি ছিল যে কারখানার ছাদ ধসে পড়ে। তারপরেই আগুনের লেলিহান শিখা কারখানাটিকে গ্রাস করে। ওই সময় ১৫ জন শ্রমিক কারখানাটিতে কাজ করছিলেন।
এমকে