খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: পাকিস্তানে একটি আত্মঘাতী বোমা হামলা ও একটি সন্ত্রাসী হামলার ঘটনায় আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের (এফসি) চার সেনা সদস্য ও দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার বেলুচিস্তানে এসব ঘটনা ঘটে।
প্রথম ঘটনাটি ঘটে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ৩০ কিলোমিটার দূরে পার্বত্য এলাকায়। এ হামলার ঘটনায় ৪ সেনা নিহত ও আরো সাত জন আহত হন। কোনো গোষ্ঠী এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।
অপর ঘটনায় বেলুচিস্তান হাইকোর্ট থেকে বাড়িতে ফেরার পথে কোয়েটার সামুংলি সড়কে পুলিশের ডিএসপি হামিদ উল্লাহ দাস্তির গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে বন্দুকধারীরা। এতে ডিএসপি দাস্তিকের পাহারারত দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। দুই বন্দুকধারী দুই দিক থেকে বুলেটপ্রুফ গাড়িটি লক্ষ্য করে গুলিবর্ষণ করলেও দাস্তি ও গাড়িচালক রক্ষা পান।
পাঁচ বছর আগে একই শহরে বন্দুকধারীরা দাস্তির ছোট ভাই পুলিশ পরিদর্শক আমির মুহম্মদ দাস্তিকে গুলি করে হত্যা করেছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলিবর্ষণের পর দুই বন্দুকধারী দুটি মোটরসাইকেল যোগে ভিন্ন পথে পালিয়ে যায়। পাকিস্তান তালেবান নামে পরিচিত নিষিদ্ধ ঘোষিত তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ