আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির একটি মামলায় পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতা ও দেশটির সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব)-র রাওয়ালপিন্ডি কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ন্যাব এক বিবৃতিতে জানিয়েছে, রাওয়ালপিন্ডিতে সংস্থাটির কার্যালয়ে নরোয়াল স্পোর্টস সিটি (এনএসসি) প্রকল্পে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয় আহসান ইকবালকে। জিজ্ঞাসাবাদের পর সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ন্যাবের বিবৃতিতে আরও বলা হয়েছে, নওয়াজ শরিফের মন্ত্রীসভার প্রভাবশালী এই মন্ত্রীকে গ্রেপ্তারের পর তার শারীরিক অবস্থা মূল্যায়নে একদল চিকিৎসককে ডাকা হয়েছে। আজ মঙ্গলবার আহসান ইকবালকে আদালতে হাজির করে তার রিমান্ড চাইবে ন্যাব। অভিযোগ রয়েছে, কেন্দ্রীয় সরকার ও পাকিস্তান ক্রীড়া বোর্ডের (পিএসবি) তহবিল ব্যবহার করে আহসান ইকবাল নরোয়ালে কোটি কোটি টাকার একটি ক্রীড়া কমপ্লেক্স তৈরি করেছেন।
তবে আহসান ইকবালের দাবি, তিনি তার আয়ের সংশ্লিষ্ট সব নথিপত্র রাওয়ালপিন্ডির ন্যাব কার্যালয়ে দাখিল করেছেন। এদিকে ওই প্রকল্পের কাজ ৯০ শতাংশ শেষ হলেও গত বছর ইমরান খানের নেতৃত্বাধীন সরকার তা নষ্ট করে দিয়েছে।
এমকে