খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: পাকিস্তানের কাছে সর্বনিম্ন রানে অলআউট হয়ে হেরেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। করাচী ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ১৪৩ রানে জিতেছে পাকিস্তান।
টি-টোয়েন্টির ইতিহাসে রানের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে এটি সরফরাজদের জয়। এই সংস্করণে এর আগে ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ১৭২ রানে জেতে শ্রীলঙ্কা।
রোববার টস হেরে ব্যাট করতে নেমে ফখর জামান ও বাবর আজমের ব্যাটে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। এই দুই ওপেনার ৫ ওভারে গড়েন ৪৬ রানের জুটি।
এরপরর হুসাইন তালাত, অধিনায়ক সরফরাজের গড়ে দেয়া ভিত দারুণভাবে কাজে লাগান শোয়েব মালিক। তার সঙ্গে ফাহিম আশরাফের ৪৭ রানের জুটিতে দুইশ করে পাকিস্তান।
এরপর ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের চার ব্যাটসম্যান ফিরেন শূন্য রানে। আর দুই অঙ্কে যান কেবল মারলন স্যামুয়েলস, কিমো পল ও রায়াদ এমরিট। তাদের মধ্যে সর্বোচ্চ রান করেন স্যামুয়েলস ১৮।
খবর২৪ঘণ্টা.কম/রখ