1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পাকিস্তানি ও ভারতীয়সহ ৯০০ আইএস সদস্যের আত্মসমর্পণ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

পাকিস্তানি ও ভারতীয়সহ ৯০০ আইএস সদস্যের আত্মসমর্পণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর কাছে জঙ্গি সংগঠন তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) নয় শতাধিক সদস্যসহ তাদের পরিবার আত্মসমর্পণ করেছে। তাদের মধ্যে অধিকাংশই পাকিস্তানি। এ ছাড়া ১০ জন ভারতীয় রয়েছে বলেও জানা গেছে।

গত রোববার দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে আত্মসমর্পণ করে আইএসের ওই সদস্যরা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

নানগারহার এলাকায় দীর্ঘদিন থেকেই আইএসের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে আফগান নিরাপত্তা বাহিনী।

এদিকে আত্মসমর্পণকারী ভারতীয়দের মধ্যে অধিকাংশই কেরালা রাজ্যের বলে জানা গেছে।

এদিকে রাজধানী কাবুলে পাঠিয়ে আত্মসমর্পণকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে বলে আফগান গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, আইএস সদস্যদের একে একে জিজ্ঞাসাবাদ করা হবে। আশা করা যাচ্ছে, এই কাজ শেষ হওয়ার পর আরো অনেক তথ্য পাওয়া সম্ভব হবে।

এদিকে নানগারহার প্রদেশে আরো ভারতীয় আইএস সদস্য অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে কয়েকজন আফগান স্পেশাল ফোর্সের বিমান হামলায় নিহত হয়েছে বলেও মনে করা হচ্ছে।

২০১৬ সালে কেরালা থেকে অনেকেই আইএসে যোগ দিতে আফগানিস্তানে পাড়ি জমায়। তাদের মধ্যে কেউ কেউ ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং অন্যরা পরিবার নিয়ে আইএসে যোগ দেয়।
এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team