ওমর ফারুক :
আগামী ১৪ এপ্রিল ১৪২৫ পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে প্রয়োজনীয় কেনাকাটা করতে রাজশাহী মহানগরীর মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মার্কেটগুলোলো ক্রেতাদের ভিড় থাকছে। ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মার্কেটগুলো। আগামীকাল শনিবার পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ উদ্যাপনে প্রয়োজনীয় কেনাকাটা করতে নগরবাসী মার্কেটগুলোতে ভিড় জমাচ্ছেন। বিশেষ করে ফুল ও বস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড় বেশি দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি সপ্তাহের শুরুর দিক থেকেই রাজশাহী মহানগরীর মার্কেটগুলোতে কেনাকাটা করতে ক্রেতারা ভিড় করছেন। বিশেষ করে নগরীর নিউমার্কেট, সাহেব বাজার কাপড় পট্টি ও আরডি মার্কেটে ক্রেতাদের ভিড় বেড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখরিত থাকছে মার্কেটগুলো।
মার্কেটগুলো পুরুষের চাইতে নারীদের বেশি দেখা গেছে। সরজমিনে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরীর সাহেব বাজারে গিয়ে দেখা গেছে, কাপড়ের দোকান, ফুলের দোকান ও জুতার দোকানে নারী ক্রেতাদের উপচে পড়া ভিড়। মানুষের ভিড়ে সাহেব বাজারে ব্যাপক যানযটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় মানুষকে যানযটের মধ্যে আঁটকা পড়ে থাকতে হয়।
ক্রেতারা বাংলা নববর্ষকে স্বাগত জানাতে পছন্দের ফুল ও পোশাক কিনছেন। পিছিয়ে ছিল না শিশুরাও বড়দের পাশাপাশি ছোট শিশুরাও বাবা-মায়ের সাথে বাজারে গিয়ে পছন্দের পোশাক কিনেছে।
আর ফুলের দোকানে বিক্রি বেড়ে যাওয়ার কারণে দোকানিরা যেন দম ফেলার সময় পাচ্ছে না।
সাহেব বাজার আরডি মার্কেটে কেনাকাটা করতে আসা এক নারী বলেন, বাংলা নববর্ষে নতুন পোশাক পরে ঘোরার জন্য জামা কিনতে মার্কেটে এসেছি। পছন্দের জামা কেনার পরে ফুল কিনবো।
আরেক নারী ক্রেতা বলেন, বড়দের পাশাপাশি ছোটদের জন্যও কেনাকাটা করিছি। আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদ্যাপনে মার্কেট করতে এসেছি।
সাহেব বাজারে ফুল কিনতে আসা এক তরুণী বলেন, বাংলা নববর্ষ বাঙ্গালীর ইতিহাস ঐতিহ্য। এইদিনে ফুল সাথে না থাকলে সবকিছু শূণ্য লাগে। তাই ফুল কিনতে এসেছি। পছন্দের ফুল কেনার পাশপাশি পোশাকও কিনবো।
ফুলের দোকানদার বলেন, গত দু’দিন ধরে বিক্রি ভাল হচ্ছে। বেশি বিক্রি হওয়ায় লাভও ভাল হচ্ছে।
আরডি মার্কেটের এক এক বস্ত্র ব্যবসায়ী বলেন, গত কয়েকদিন ধরেই ভাল বিক্রি হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে বিকেলের পর থেকে রাত পর্যন্ত বেচাকেনা বেশি হয়। বছরের অন্য সময়ের লোকসান এ সময় পুষিয়ে নেওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে, বাংলা নববর্ষকে স্বাগত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। রাজশাহী কলেজেও প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাংলা নববর্ষের দিন নগরীর অভ্যন্তরে পটকা, মুখোশ ও অন্যান্য আতশবাজী ফুটানোয় নিষেধাজ্ঞা আরোপ করে মাইকিং করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এ ছাড়া মোটরসাইকেলে শুধু আরোহী নিজেই যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। বৃহস্পতিবার বিকেলে এ মাইকিং করতে শোনা যায়।
খবর২৪ঘণ্টা/এমকে