খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: পশ্চিমবঙ্গে রাম নবমীর মিছিলে সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী অস্ত্রশস্ত্র নিয়ে শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছিল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ শাখা।
সোমবার রাণীগঞ্জে রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে শুরু হওয়া গোষ্ঠী-সংঘর্ষে প্রাণ হারায় এক যুবক। ওই সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে গুরুতর আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। রোববার উৎসব পালনের সময় ও পরে রাজ্যের বর্ধমান জেলার রাণীগঞ্জ, উত্তর ২৪ পরগণার কাঁকিনাড়া, পুরুলিয়া ও মুর্শিদাবাদে সংঘর্ষের ঘটনা ঘটে।
রোববার রাতে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় রামনবমীর মিছিলে সংঘর্ষ শুরু হয়। দু’পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি ওইদিনই মারা যান। রোববার পুরুলিয়ায় মারা গেছেন আরও একজন।
পুলিশের দাবি, রাম নবমীকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
রামনবমীর মিছিলে মুর্শিদাবাদের কান্দিতে পুলিশ অস্ত্র নিয়ে যেতে বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় মিছিলকারীরা। পরে মিছিলের একটি অংশ থানায় ঢুকে পড়ে। পুলিশ লাঠিচার্জ করে তাদের বের করে দেয়। অস্ত্র নিয়ে মিছিল করায় রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবর২৪ঘণ্টা.কম/রখ