খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর পল্টন এলাকা থেকে রোববার রাত সাড়ে ১২টায় একটি সতেজ আরজেস গ্রেনেড উদ্ধার হয়েছে। গ্রেনেডটি রাতেই নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।
পল্টন থানার ওসি অপারেশন আবু বকর সিদ্দিক জানান, পল্টনের কালভার্ট রোডের পশ্চিম পাশে সিটি কর্পোরেশনের নির্ধারিত ডাস্টবিনের মধ্যে একটি গ্রেনেড ও ১০-১২ রাউন্ড শটগানের গুলি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।
রাত সোয়া ১১টার দিকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা বর্জ্য নিতে গিয়ে সেগুলো দেখে থানায় খবর দেয়। থানা পুলিশ যাওয়ার পর খবর দেয়া হয় বোম্ব ডিসপোজাল ইউনিটকে।
রাত সাড়ে ১২টায় সেটি উদ্ধার করে পুলিশ। তিনি বলেন, শক্তিশালী এই গ্রেনেডের উৎস খতিয়ে দেখা হবে। বোম্ব ডিসপোজাল টিমের একজন কর্মকর্তা জানান, বর্জ্য থেকে উদ্ধার করা গ্রেনেডটি আরজেস গ্রেনেড। রাতেই সেটি নিষ্ক্রিয় করা হয়।
খবর২৪ঘণ্টা, জেএন