খবর২৪ঘণ্টা নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনের বক্সকালভার্ট রোডে ডিআর টাওয়ার নামে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নেভাতে দমকল বাহিনীর আটটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে ভবনটির ১২ তলায় আগুন লাগে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা রাসেল সিকদার বলেন, বেলা পৌনে তিনটার দিকে ডিআর টাওয়ারে আগুন লাগে। খবর পেয়ে আমাদের আটটি ইউনিট সেখানে কাজ করছে। তবে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
খবর২৪ঘণ্টা/নই