খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: পর্তুগালের উত্তরাঞ্চলে একটি দোতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
একটি বয়লার বিস্ফোরিত হয়ে তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় সেখানে একটি নৈশ্য ভোজের অনুষ্ঠান চলছিল।
ভবনটি রাজধানী লিসবন থেকে ২৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত ভিলা নোভা ডা রাইনহা শহরে অবস্থিত। জাতীয় বেসামরিক নিরাপত্তা কর্তৃপক্ষ আগুন নেভাতে ১৪৮ জন দমকল কর্মী ও ৬৭টি অগ্নিনির্বাপনকারী গাড়ি পাঠায়। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো সম্ভব হয়। আহতদের মধ্যে কয়েকজন গুরুতরভাবে পুড়ে গেছে। তাদের উদ্ধার করে হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ