1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পরাজিত প্রার্থী তৈমুরকে মিষ্টি খাওয়ালেন মেয়র আইভী - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৩ জানয়ারী ২০২৫, ০৩:৩ অপরাহ্ন

পরাজিত প্রার্থী তৈমুরকে মিষ্টি খাওয়ালেন মেয়র আইভী

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত প্রার্থী তৈমূর আলম খন্দকারের বাসায় মিষ্টি নিয়ে গেলেন নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে কুশল বিনিময় করতে তৈমূরের বাসায় যান তিনি। এ সময় দুই প্রার্থীর পরিবারের সদস্যসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারপর তৈমূরকে মিষ্টিমুখ করালেন বিজয়ী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

আইভী সাংবাদিকদের বলেন, আমরা একই এলাকার ও একই পরিবারের সদস্য।সকলের সহযোগিতা নিয়ে একটি সুন্দর নারায়ণগঞ্জ উপহার দিতে চাই আমি।

নবনির্বাচিত মেয়রকে স্বাগত জানিয়ে তৈমূর আলম বলেন,তার সাথে আমার সম্পর্ক খুবই আন্তরিক। আইভীর পরিবারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। এজন্যই কুশল বিনিময়। এ সময় আইভীর মাথায় হাত রেখে দোয়া করেন তৈমূর।

আইভীও বলেন, তৈমূর তাঁর পরিবারেরই সদস্য, এজন্যই মিষ্টি নিয়ে এসেছেন। সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন। এ সময় দুই প্রার্থীকে একই সঙ্গে বসে থাকতে দেখা গেছে।

গতকাল রোববার (১৬ জানুয়ারি) নাসিক নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে মেয়র হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূরের চেয়ে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন আইভী।

রোববার সকাল ৮টা থেকে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে নাসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST