1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পররাষ্ট্র সচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জানয়ারী ২০২৫, ০:২১ পূর্বাহ্ন

পররাষ্ট্র সচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

  • প্রকাশের সময় : বুধবার, ২ জানুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা ডেস্ক: পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর. মিলার। বুধবার (২ জানুয়ারি) সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের দফতরে মিলিত হন তারা।

বাংলাদেশে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এটিই তাদের মধ্যকার প্রথম বৈঠক।

তবে ঘণ্টাব্যাপী বৈঠকের পর বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে বৈঠকের আলাচ্য বিষয় নিয়ে কোনো কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত।

তবে সূত্র জানায়, সদ্য অনুষ্ঠিত নির্বাচন নিয়ে তারা আলোচনা করেছেন।

মার্কিন রাষ্ট্রদূতের পরে দুপুর ১২টায় পররাষ্ট্র সচিবের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিস মিয়া সেপ্পোর সাক্ষাতের কথা রয়েছে।

প্রসঙ্গত, নির্বাচনের দিনে নানা অনিয়মের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। নির্বাচন-পরবর্তী এক বার্তায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র রবার্ট পালাদিনো বলেন, ভোটারদের ভোটদান থেকে বিরত রাখাসহ যেসব অনিয়মের অভিযোগ পাওয়া গেছে তাতে নির্বাচনী প্রক্রিয়ার ওপর যে আস্থা তা খর্ব হয়েছে।

এসব অনিয়মের বিষয়ে সব পক্ষকে নিয়ে গঠনমূলকভাবে সমাধান করতে নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহ্বান জানান পালাদিনো।

তিনি আরও বলেন, ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েক কোটি বাংলাদেশি ভোট দিয়েছেন এবং নির্বাচনে সব বড় বিরোধীদল অংশগ্রহণ করেছে। এজন্য সব দলের প্রশংসা করেন তিনি। এ ছাড়া ২০১৪ সালে নির্বাচন বর্জনের পরে এটি (সব দলের অংশগ্রহণ) একটি ইতিবাচক অগ্রগতি বলেও মন্তব্য করেন পালাদিনো।

খবর২৪ঘণ্টা/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST