বাঘা প্রতিনিধিঃ বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী,রাজশাহী-৬ (বাঘা- চারঘাট) আসনের সাংসদ,বাঘা উপজেলা আওয়ামীগীগের সভাপতি আলহাজ্ব মো. শাহরিয়ার আলমের নামে উকিল নোটিশের প্রতিবাদে বিক্ষোভ করা হয়েছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় বাঘা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মিথ্যাচার ও সন্ত্রাসী-দুর্নীতিবাজ তারেক রহমানের বিরুদ্ধে এই বিক্ষোভ করা হয়।
বাঘা শাহদৌলা ডিগ্রী কলেজ মাঠ থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ শেষে ঐতিহাসিক তেঁতুলতলায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সহসভাপতি আজিজুল আলম, আজিজুল আযম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, মাসুদ রানা তিলু, মজিবুর রহমান, দপ্তর সম্পাদক ও বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, জেলা পরিষদ সদস্য নুর মোহাম্মদ তুফান, জয়জয়ন্তী সরকার মালতি, বাঘা পৌর আওয়ামীলীগের সভাপতি আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মামুন হোসেন, আড়ানী পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক আবদুল মতি, আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আওয়ামীলীগ নেতা কামাল হোসেন।
এছাড়া বিক্ষেভে অংশ গ্রহণ করেন উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সৈনিকলীগ, শ্রমিকলীগ, স্চ্ছোসেবকলীগের নেতা-কর্মীরা।
খবর২৪ঘণ্টা.কম/নজ