পবিত্র আশুরা উপলক্ষে দিকনির্দেশনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আজ আরএমপি কমিশনার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়৷ বলা হয়,
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০ আগস্ট ২০২১খ্রিঃ, ১০ মুহাররম ১৪৪৩ হিজরি পবিত্র আশুরা উদযাপিত হবে। বর্তমান করোনা মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্যবিভাগ কর্তৃক জারীকৃত স্বাস্থ্যবিধিসমুহ যথাযথভাবে অনুসরণ যথা-মাস্ক পরিধান, হ্যান্ডস্যানিটাইজেশন, সামাজিক দূরুত্ব বজায় রাখা এবং সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানাদি সীমিতাকারে প্রতিপালনের জন্য নির্দেশনা থাকায় উল্লিখিত নির্দেশনাসমূহ অনুসরণের এবং
পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯(১)(ক) ও ২৯(১)(খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ২০ আগস্ট ২০২১খ্রিঃ, ১০ মুহাররম ১৪৪৩ হিজরি রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিষ্ফোরক দ্রব্য ও অন্য কোন ক্ষতিকর দ্রব্যাদি বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর