সংবাদ বিজ্ঞপ্তি : পবা-মোহনপুর উপজেলায় রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডঃ শফিকুল হক মিলন আজ দ্বীতিয় দিনের মত সপুরাস্থ নিজ কার্যালয় থেকে খাদ্র্য সামগ্রী বিতরণ করা হয় । পবা উপজেলার পারিলা ইউনিয়ন, দর্শনপাড়া ইউনিয়ন, হড়গ্রাম ইউনিয়নের বিএনপি নেতা কর্মীদের হাতে খাদ্র্য সামগ্রী তুলে দেওয়া হয় । রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও পবা উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, পবা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুর রাজ্জাক বলেন বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নির্বাচনযুদ্ধে অবর্তীর্ন হয়েছিলেন জননেতা এ্যাডঃ শফিকুল হক
মিলন ভাই । তাঁর পূর্ব থেকে মিলন ভাই এই এলাকার দলীয় নেতা কর্মী ও জনসাধারণের সাথে পাশে আছেন এবং তাঁদের দুঃখ দুর্দশায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন । বিশ্বব্যাপী করোনা মহামারি আঘাত হানার পর রাজশাহীতে লকডাউন ঘোষণা হওয়ার পর জননেতা এ্যাডঃ শফিকুল হক মিলন ভাই পবা উপজেলা র সকল ইউনিয়ন ও পৌর এলাকার নেতা কর্মীদের মাধ্যমে অত্র এলাকার জনসাধারণের পাশে দাড়িয়েছেন এছাড়া মিলন ভাই ব্যক্তিগতভাবে পবা-মোহনবাসীকে সহায়তা প্রদার করে চলেছেন । আব্দুর রাজ্জাক বলেন আমরা পবা উপজেলা বিএনপি এবং প্রতিটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সমন্বয়ের মাধ্যমে এ্যাডঃ শফিকুল হক মিলন ভাইয়ের খাদ্র্য সামগ্রী নিজ নিজ এলাকায় খেটে খাওয়া, অসহায় দ্ররিদ্র জনসাধরনের মাঝে বিতরণ করব ।
এমকে