নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে গোয়েন্দা শাখার পরিদর্শক গোলাম মোস্তফাকে। ৩ মার্চ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ন কবির এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেন। পবা থানার ওসি রেজাউল হাসানকে নগর গোয়েন্দা শাখায় দেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের
মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, আরএমপির গোয়েন্দা শাখার পরিদর্শক গোলাম মোস্তফাকে পবা থানার ওসি হিসেবে দেয়া হয়েও পবা থানার ওসি রেজাউল হাসানকে ডিবিতে দেয়া হয়েছে। পুলিশ কমিশনার স্যার এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেন।
এমকে