নিজস্ব প্রতিবেদক : প্রার্থীতা ফিরে পেতে আবেদন করেছেন পবা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত দলীয় প্রার্থী মামুনুর সরকার জেড। আজ রোববার বিকেলে তিনি জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা বরাবর এই আপিল করেন। পরে সেখান থেকে সেই আপিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে যাবে।
চলতি মাসের ৪ তারিখ রাজশাহীর পবা উপজেলা পরিষদের উপনির্বাচনে ৪ জন প্রার্থীর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী মামুনুর সরকার জেডকে মামলার তথ্য গোপনের অভিযোগে বাতিল ঘোষণা করা হয়। এরপরেই তিনি প্রার্থীতা ফিরে পেতে এ আপিল করলেন। এ তথ্য নিশ্চিত করে বিএনপি প্রার্থী মামুনুর সরকার জেড বলেন,
আমি সিনিয়র নির্বাচন কর্মকর্তা বরাবর প্রার্থীতা ফিরে পেতে আবেদন করেছি। এটি জেলা প্রশাসকের কার্যালয়ে করার কথা। তারা সেটি পৌঁছে দিবেন। তিনি আরো বলেন, জেলা রিটার্নিং অফিসার যে মামলার কথা বলে তাঁর প্রার্থীতা বাতিল করেছেন তা ২০১৮ সালে নিস্পত্তি হয়ে গেছে। তবে মনোনয়ন পত্রের সঙ্গে এই তথ্য তিনি ভুলবশত সংযুক্ত করেন নি। সেটি ঠিক করে আপিল করেছি।
উল্লেখ্য, এ নির্বাচনে বৈধ প্রার্থীরা হলেন আ’লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি থেকে এস.এম. আশরাফুল হক ও বাংলাদেশ মুসলিম লীগ থেকে আফজাল হোসেন।
এস/আর