নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলায় ২০০ ছাড়িয়েছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় শহর ঘেঁষা এ উপজেলায় নতুন করে আরো ৭ জন করোনা রোগী শনাক্ত হয়। নতুন ৭ জন নিয়ে এ উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০৫ জন। জেলার ৯টি উপজেলার মধ্যে করোনা শনাক্তের শীর্ষে রয়েছে পবা উপজেলা। তবে রাজশাহী মহানগরীতে সবচাইতে বেশি করোনা
রোগী শনাক্ত হয়েছে ২৫০৫ জন। অন্য উপজেলাগুলোর মধ্যে বাঘা উপজেলায় ৭২ জন, চারঘাট উপজেলায় ৯২ জন, পুঠিয়া উপজেলায় ৭৬ জন, দুর্গাপুর উপজেলায় ৫৮ জন, বাগমারা উপজেলায় ৬৬ জন, মোহনপুর উপজেলায় ৯৫ জন, তানোর উপজেলায় ৮৭ জন, পবা উপজেলায় ২০৫ জন ও গোদাগাড়ী উপজেলায় ৮০ জন রয়েছে। এ জেলায় মোট ২৭ জনের মৃত্যু হয়েছে।
এমকে