পবা (রাজশাহী) প্রতিনিধি :
গতকাল মঙ্গলবার পবা উপজেলার দারুশায় একজন স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি দারুশায় অবস্থিত পবা থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত একজন নার্স। তার নাম মোসাঃ মাহামুদা খাতুন (৪৫)। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।
পবা টিএইচএ ডাঃ রাবেয়া জানান, গত ২মাস যাবত মাহামুদা রাজশাহীর বাইরে যান নাই বা এ সময়ের মধ্যে বিদেশ ফেরত কোন আত্মীয়-স্বজনের সাথেও তার সাক্ষাত হয় নাই।
তিনি আরও জানান, কোন রকম উপসর্গ ছাড়াই তিনি নার্স ইনচার্জের দায়িত্ব পালন করছিলেন। ধারনা করা হচ্ছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা কোন রোগীর সংস্পর্শে তিনি আক্রান্ত হতে পারেন।
তিনি দীর্ঘদিন যাবত এ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। বর্তমানে তার ব্যবহৃত কোয়ার্টারটি লকডাউন করা হয়েছে। হাসপাতাল কোয়ার্টার হতে কেও বের হতে বা প্রবেশ করতে পারবেনা। তবে আক্রান্ত ব্যক্তির খাবার, চিকিৎসা এবং খাদ্য সরবরাহ ও সংগ্রহ আদেশের আওতামুক্ত থাকবে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।