নিজস্ব প্রতিবেদক :
পবার হরিপুরে ট্যালেন্ট পাবলিক স্কুলের নবীন বরণ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও বিদায় অনুষ্ঠান শুক্রবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার ফেরদৌস আলম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কিন্ডার গার্টেন এন্ড স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও উপ-কর কমিশনার জাহাঙ্গীর আলম।
এছাড়াও অত্র স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালানা করেন আতিকুর রহমান লিমন। প্রধান অতিথি বলেন, লেখাপড়া হচ্ছে উন্নয়নের মুলমন্ত্র। লেখাপড়ার পাশাপাশি ভাল দিক্ষা নেওয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি। সেইসাথে সঠিক পাঠদান করে শিক্ষার্থীদের মানুষের মত মানুষ করে গড়ে তোলার স্কুলের সকল শিক্ষককে আহবান জানান। বক্তব্য শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে তিনি পুরস্কার বিতরণ করেন।
খবর ২৪ ঘণ্টা/আর