নিজস্ব প্রতিবেদক : রাজশাহী পবা উপজেলার ৪ নং হরিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড চরমাজার দিয়াড় এলকায় (১২) এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এসহারুল ইসলাম (১৮) নামের এক বখাটেকে আটক করেছে পুলিশ। গত শনিবার বেলা ২ টার দিকে তাকে করে আরএমপির দামকুড়া থানা পুলিশ। জানা গেছে, গত ৯ জুলাই চরমাজার দিয়াড় হাডুপাড়া এলকার পিয়ারুল ইসলামের স্কুলপড়–য়া মেয়ে (১২) কে বাড়িতে রেখে বাবা ও মা পাশের গ্রামে জমি দেখতে যায়। এ সুযোগে ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে বখাটে মো এসহারুল ইসলাম (১৮) মেয়েটির ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। ওই দিন বিকেলে বিষয়টি জানান জানি হলে এলকার কিছু মন্ডল ধর্ষক কে চড় থাপ্পড় মেরে সমাধান করে ধর্ষণের শিকার ওই মেয়ে ও তার পরিবারের সামনে। ধর্ষণের শিকার মেয়েটির বাবা ওই বিচার অস্বীকার
করে। পরে বিষয়টি ৪ নং হরিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামীম শেখকে জানালে শনিবার সকালে ধর্ষণের শিকার ওই মেয়ের বাবা বাদি হয়ে আরএমপি দামকুড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। সেই মামলায় দামকুড়া থানা পুলিশ বখাটে ধর্ষককে আটক করে। পরে ধর্ষণের মেয়েটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (ওসিসি) ভর্তি চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সেলিনা ইয়াসমিন মিতা জানান, ধর্ষককে আটক করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মেয়েটিকে রামেক হাসপাতালে পরিক্ষা ও চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।