নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আ’লীগ সমর্থিত নৌকা প্রতীকের এমপি প্রার্থী আয়েন উদ্দিন বিএনপি নেতাকে প্রকাশ্যে কলার ধরে হুমকি দিয়েছে বলে অভিযোগ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হয়েছে। গতকাল শনিবার বিএনপি প্রার্থী মিলনের প্রধান নির্বাচনী এজেন্ট মকবুল হোসেন রাজশাহী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের কাছে লিখিত অভিযোগ করেন।অভিযোগে জানানো হয়, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পবার নওহাটা ব্রিজের উপর নওহাটা পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেনকে নৌকা প্রতীকের প্রার্থী আয়েন উদ্দীন জনসম্মুখে বুকের কলার ধরে ধাক্কা মারে এবং ধানের শীষ
প্রতীকের পক্ষে কাজ না করার জন্য হুমকি প্রদান করে ও পরবর্তীতে ধানের শীষের পোষ্টার, ফেস্টুন, ব্যানার কেটে ফেলার নির্দেশ দেয়। এরপর থেকে ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন সহ ধানের শীষের প্রার্থীর সমর্থক ও তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
খবর ২৪ ঘন্টা/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।